![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-09%252F9f73039d-422f-4c46-a843-05681db7f0ea%252Fimage0__1__1200x768.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
চিকিৎসককে কেন ভয় পেতেন রাকুল
বলিউডে নায়িকাদের ইঁদুরদৌড়ে রাকুল প্রীত সিং সবাইকে ভালোই টক্কর দিচ্ছেন। একের পর এক মুক্তি পাচ্ছে তাঁর ছবি। মুক্তির অপেক্ষায় আছে ‘ডক্টর জি’। এই ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধেছেন রাকুল। ‘ডক্টর জি’তে তিনি স্ত্রীরোগ–বিশেষজ্ঞ ড. ফাতিমা। এর আগে ‘রানওয়ে থার্টিফোর’ ছবিতে বিমানচালকের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি, ‘কাঠপুতলি’ ছবিতে হয়েছিলেন শিক্ষিকা। নানা স্বাদের চরিত্র তিনি সমান উপভোগ করছেন।
রাকুল সম্প্রতি এক সাক্ষাৎকারে চিকিৎসকের চরিত্রে অভিনয় প্রসঙ্গে বলেছেন, ‘কোনো চরিত্র কঠিন বা সহজ হয় না, হয় চ্যালেঞ্জিং। আমরা ক্রমাগত চেষ্টা করি চরিত্রটাকে যাতে অন্য রূপ দিতে পারি। ‘ডক্টর জি’র জন্য নানা প্রস্তুতির মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। হাসপাতালে গিয়ে দেখেছি, চিকিৎসকেরা কীভাবে কথা বলেন, তাঁদের শরীরী ভাষা অনুধাবনের চেষ্টা করেছি। আমি একজন চিকিৎসকের খুঁটিনাটি বিষয়কে গুরুত্ব দিয়েছি। পর্দায় চিকিৎসক হয়ে উঠতে রীতিমতো প্রশিক্ষণ নিতে হয়েছে।’