‘পাগলাটে’ জয়ের পর সিটির বিপক্ষে লড়তে আত্মবিশ্বাসী লিভারপুল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ১৮:৩৫
যেকোনো সাফল্যই দলের আবহ বদলে দেয়, যোগান দেয় দুঃসময়কে পেছনে ফেলার আত্মবিশ্বাস। সেখানে জয় যদি ৭-১ গোলের ব্যবধানের হয়, তাহলে তো কথাই নেই। লিভারপুল তাই টগবগে আত্মবিশ্বাসে ফুটছে। ক্লাবটির কোচ ইয়ুর্গেন ক্লপের আশা, সাম্প্রতিক ব্যর্থতা পেছনে ফেলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তার দল ভিন্ন মানসিকতা নিয়ে নামবে।
রেঞ্জার্সের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে বুধবার রাতে ৭-১ গোলে জেতে লিভারপুল। হ্যাটট্রিক উপহার দেন মোহামেদ সালাহ, জোড়া গোল করেন রবের্ত ফিরমিনো, একটি করে গোল দারউইন নুনেস ও হার্ভি এলিয়টের।
প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে সময়টা মোটেও ভালো যাচ্ছে না তাদের। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দশম স্থানে ধুঁকছে লিভারপুল। এই জয়ের সুবাস মেখে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- চ্যাম্পিয়ন্স লিগ
- হ্যাটট্রিক
- লিভারপুল