দেশেই সারুন বিয়ের কেনাকাটা
প্রথম আলো
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ১৮:২৭
দরজায় কড়া নাড়ছে শীত। আর শীতকাল মানেই বিয়ের মৌসুম। একটু অন্য রকম বা ডিজাইনের পোশাক সংগ্রহের জন্য বিয়ের বাজার করতে পাশের দেশে ছুটে যান ক্রেতারা। বিয়ের কেনাকাটা যাতে দেশেই সারতে পারেন, সে উদ্দেশ্যেই বাংলাদেশ ওয়েডিং কুটর উইক ২০২২।
এ আয়োজনের অন্যতম উদ্যোক্তা ও যুরহেম ব্র্যান্ডের চেয়ারপারসন সাদাত চৌধুরী বলেন, ‘অনেক বছর ধরেই দেখছি, যখনই পরিবারে কোনো বিয়ের সময় আসে, পুরো পরিবার অন্য কোনো দেশে গিয়ে বিয়ের কেনাকাটা করে। এত বড় মার্কেট আমাদের, অথচ বিয়ের পুরো শপিং করা হচ্ছে অন্য দেশ থেকে।’
- ট্যাগ:
- লাইফ
- তৈরি পোশাক শিল্প
- বিয়ের কেনাকাটা