কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উইয়ের সম্মেলনে অংশ নিচ্ছেন ২ হাজার নারী উদ্যোক্তা

প্রথম আলো প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ১৭:১৯

কাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ‘উই সামিট’। নারী উদ্যোক্তাদের জন্য আয়োজিত দুই দিনের এ সম্মেলন উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভাপতিত্ব করবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্ট আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সফল নারী উদ্যোক্তারা অংশ নেবেন।


সম্মেলন বিষয়ে উইয়ের সভাপতি নাসিমা আক্তার বলেন, ‘সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২ হাজার উদ্যোক্তা অংশ নেবেন। সরাসরি অংশগ্রহণ করতে না পারা উদ্যোক্তাদের জন্য আমরা অনলাইনে বিভিন্ন অধিবেশনের আয়োজন করেছি। ফলে তাঁরা দূর থেকেই বিভিন্ন বিষয় জানতে পারবেন। অক্টোবর সাইবার সচেতনতা মাস উপলক্ষে সম্মেলনে উদ্যোক্তাদের অনলাইনে নিরাপদ থাকার কৌশলও শেখানো হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও