এবার পোল্যান্ডে রুশ পাইপলাইনে ফুটো, তেলের সরবরাহ কমেছে জার্মানিতে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ১৯:০৫

রাশিয়া থেকে ইউরোপে তেল সরবরাহ করা দ্রুঝবা পাইপলাইনে এবার ফুটো শনাক্ত হয়েছে এবং এর ফলে জার্মানিতে তেল সরবরাহ কমে গেছে বলে জানিয়েছে পোল্যান্ড।


রাশিয়ার গ্যাস বন্ধ এবং নর্ড স্ট্রিম পাইপলাইনে ‘নাশকতা’ নিয়ে উদ্বিগ্ন ইউরোপ যখন নিজেদের জ্বালানি নিরাপত্তা নিয়ে চরম সতর্ক, তখন গুরুত্বপূর্ণ এই তেলের পাইপলাইনে এ ফুটো বা লিকের খবর মিলল।


দুর্ঘটনাজনিত কারণে এই লিক হতে পারে বলে বুধবার পোল্যান্ড ধারণাও দিয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


পোলিশ পাইপলাইন পরিচালনা কর্তৃপক্ষ পিইআরএন মঙ্গলবার সন্ধ্যায় জার্মানিতে তেল সরবরাহের মূল লাইনে এই লিক খুঁজে পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও