কন্যা সন্তানেই কি সন্তুষ্ট থাকছেন বাবা মায়েরা?
পুত্র সন্তানের আশায় একাধিক গর্ভধারণ বাংলাদেশে এক সময় খুবই নিয়মিত একটি বিষয় ছিলো, কিন্তু বর্তমান প্রজন্মের বাবা মায়েরা এখন সে ধারণা থেকে কিছুটা সরে আসছেন।
বিশেষ করে চাকরিজীবী মা-বাবারা খুব বেশি সন্তান নিতে চান না, বরং ছেলে হোক বা মেয়ে, তারা ওই এক সন্তানকেই লালন-পালন ও স্বনির্ভর করে গড়ে তোলায় মনোযোগ দিচ্ছেন।
তৈরি পোশাক শিল্পখাতে কর্মরত রকিব হাসান রানা বলেন- তিনি তার এক মাত্র কন্যা সন্তানেই সন্তুষ্ট, কিন্তু আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা এক ধরণের চাপ তৈরি করেছেন তাদের উপর যে- তারা একটি ছেলে সন্তানের জন্য কেন চেষ্টা করছে না।
তিনি বলেন- আমার কন্যা সন্তান নিয়ে আমি সন্তুষ্ট অথচ আমার সমাজ সন্তুষ্ট হতে পারছে না, এটা এক ধরণের মানসিক চাপ।
ঢাকার সাভারে বসবাসকারী সায়েদা আকতার জানান, আর তিন মেয়ে কোন ছেলে সন্তান নেই। তিনি চেষ্টা করছেন তিন মেয়েকেই মানুষ করতে যেন তারাই ছেলের মতো দায়িত্ব পালন করতে পারে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কন্যা সন্তান