You have reached your daily news limit

Please log in to continue


সরকারি চাকরির পরীক্ষা ঢাকায় কেন?

বিসিএস ছাড়া মোটামুটি অন্য সব সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রার্থীদের ঢাকায় আসতে হয়। সারা দেশ থেকে এই যে লাখ লাখ পরীক্ষার্থী ঢাকায় আসেন, এটি অনেকের জন্যই বেশ কষ্টকর। আসা-যাওয়া এবং থাকা-খাওয়ার বাইরেও প্রতিটি আবেদনের জন্য সরকারকে ফি দিতে হয়। এভাবে অসংখ্য বেকার তরুণ-তরুণীকে বছরের পর বছর ধরে চাকরির পরীক্ষা দিতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করতে হয়। এই খরচ করেও যে সবাই চাকরি পান, তাও না।

আধুনিক কল্যাণ রাষ্ট্রে যে বেকারদের রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হয়, আমাদের দেশে উল্টো সেই বেকারদের চাকরির পরীক্ষার জন্য অভিভাবকের কাছ থেকে টাকা নিয়ে রাষ্ট্রকে দিতে হয়। কিন্তু এই টাকা খরচের সামর্থ্য কতজনের আছে? আবার এইসব তরুণকে পরিবারের তরফে সবচেয়ে বেশি যে প্রশ্নের সম্মুখীন হতে হয় তা হলো, এতবার ঢাকায় যাচ্ছো, পরীক্ষা দিচ্ছো, চাকরি তো হয় না। আর কত পরীক্ষা দেবে? উপরন্তু, একই দিনে একাধিক চাকরির পরীক্ষা হয়। যে কারণে অনেকেই আবেদন করেও সব পরীক্ষায় অংশ নিতে পারেন না। প্রশ্ন হলো, শিক্ষিত বেকার তরুণদের এসব বিব্রতকর প্রশ্ন এবং জটিলতার সমাধান কোথায়?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন