স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে সংঘর্ষ, শিক্ষার্থী নিহত

কালের কণ্ঠ পীরগঞ্জ (রংপুর) প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ১৬:০০

রংপুরের পীরগঞ্জে খেতাবেরপাড়া স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে সুমন ইসলাম আকাশ (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের ওসিসহ অন্তত ২৫ জন। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।


সোমবার (১০ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের খেতাবেরপাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রধান শিক্ষক নুরুন্নবী তালুকদার ও সহকারী শিক্ষক আনারুল হকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, সংঘর্ষের পর থেকে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অন্তত ১০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


খেতাবেরপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন ঘিরে সোমবার সকাল থেকে প্রধান শিক্ষক নুরন্নবী তালুকদার ও সহকারী শিক্ষক আনোয়ারুল হকের গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হলে সুমন ইসলাম আকাশ নামে অষ্টম শ্রেণির এক ছাত্র গুরুতর আহত অবস্থায় মারা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও