![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-10%252F30d965bc-7825-4e58-a21a-b94acff2aef9%252F300242_untitled_design.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
ইলন মাস্ক ও পরাগ আগরওয়ালের কথোপকথনে যা ছিল
সম্প্রতি একটি মামলার নথিতে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়ালের মধ্যে আদান-প্রদান হওয়া কিছু বার্তা ফাঁস হয়েছে। ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনার প্রস্তাব ফিরিয়ে নেওয়ার পর টুইটার কর্তৃপক্ষ ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে। নথিতে ফাঁস হওয়া ওই বার্তাগুলোতে দেখা যায়, ইলন মাস্ক ও পরাগের সম্পর্কের শুরুটা বেশ গাঢ় হলেও পরে তা উল্টোদিকে মোড় নেয়।
গত মার্চ মাসের শেষে ইলন মাস্ক টুইটারের শেয়ার কেনার ব্যাপারে আগ্রহ দেখান এবং টুইটারের পরিচালনা পর্ষদে বসার একটা সম্ভাবনা প্রকাশ পায় বার্তাগুলো থেকে।
গত ২৭ মার্চ ইলন মাস্কের সঙ্গে পরাগ প্রথম যোগাযোগ করেন। প্রথম পাঠানো মেসেজে পরাগ লেখেন, ‘হাই ইলন! সরাসরি যুক্ত হতে পেরে দারুণ লাগছে। কথা বলতে পারলে ভালো হতো।’
এরপর পরাগের মেসেজে একটি লাইক রিঅ্যাকশন ইলন মাস্ক লেখেন, ‘হয়তো আজ রাত আটটায়?’
- ট্যাগ:
- প্রযুক্তি
- কথোপকথন
- ইলোন মাস্ক
- পরাগ আগরওয়াল
- টুইটার