কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য ৭ ওভারে ৪১

কালের কণ্ঠ প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ১১:৫৯

নারী এশিয়া কাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিদের আজকের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে জিততে হলে ৭ ওভারে ৪১ রান করতে হবে বাংলাদেশের। টসে হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।


তাদের ইনিংসের ১৯তম ওভারের প্রথম বলে জাহানারা আলমকে চার মারেন নিলাকশি ডি সিলভা। এরপরই নামে বৃষ্টি। তখন শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ৮৩। ইনিংসের ১১ বল বাকি থাকতে বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায়।  এরপর আর ইনিংস শুরু করতে পারেনি শ্রীলঙ্কা। বৃষ্টি থামার পর ডার্ক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য নির্ধারিত হয় ৪১।


আগের চার ম্যাচে দুটিতে জয় ও দুটিতে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে, ৪ ম্যাচে ৩ জয় লঙ্কানদের। পয়েন্ট তালিকায় বাংলাদেশ পাঁচে ও শ্রীলঙ্কার অবস্থান তিনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও