কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় আরও ৪২৬ জনের মৃত্যু, শনাক্ত দুই লাখ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ০৮:৩৮

বিশ্বে দৈনিক মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে দুই লাখ ২৮ হাজার ৯৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৪২৬ জনের।


সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।


এর আগের দিন রোববার (৯ অক্টোবর) ৬৯৩ জনের মৃত্যুর পাশাপাশি দুই লাখ ৯০ হাজার ৫৮ জনের করোনা শনাক্তের তথ্য দেওয়া হয়েছিল।


সবশেষ তথ্য অনুযায়ী মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৬০ হাজার ৯৮৭ জনের। আর শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ৬৯১ জনে।


এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে তাইওয়ানে। আর দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে রাশিয়া।


গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৫৬৫ জন এবং মারা গেছেন ৬২ জন। দেশটিতে এখন পর্যন্ত ৬৮ লাখ ৭১ হাজার ৫৩৮ জনের করোনা শনাক্ত এবং ১১ হাজার ৫২৭ জন মারা গেছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও