চুলের যত্নে আমলকী

সমকাল প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২২, ১১:৫৪

চুল নিয়ে সবাই কমবেশি সমস্যায় ভোগেন। চুলের যাবতীয় সমস্যা মিটিয়ে সুন্দর করতে আমলকীর জুড়ি নেই। ‘ত্রিফলা’-র মধ্যে অন্যতম এই ফলটি চুলকে সুস্থ ও সুন্দর করে তুলতে সাহায্য করে। চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনার পাশাপাশি চুল ঝরে যাওয়া, খুশকি, অ্যালোপেশিয়া-সহ নানা সমস্যা দূর করতে আমলকী কার্যকরী।


আমলকীতে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস এবং ভিটামিন সি  নতুন চুল গজাতে সাহায্য করে। মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল লম্বা করতে এবং ঘনত্ব বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা নেয় এই ফল। আমলকীতে থাকা এই নিউট্রিয়েন্টস চুলে কোলাজেন নামে এক বিশেষ প্রোটিন তৈরি করে। নতুন কোষ বা ফলিকল তৈরিতে এই কোলাজেন বিশেষ ভাবে সাহায্য করে।


আমলকী যেভাবে চুলের যত্ন নিতে সাহায্য করে-


চুল পড়া কমায় : প্রতিদিন অল্প পরিমাণে চুল পড়া স্বাভাবিক। কিন্তু চুল পড়া যদি বেড়ে যায় তাহলে আমলকির রস কাজে আসবে।


নতুন চুল গজাতে সাহায্য করে: আমলকীতে থাকা কোলাজেন নতুন কোষ বা ফলিকল তৈরিতে বিশেষ ভাবে সাহায্য করে।


চুল মজবুত করে : ত্বক এবং চুলের যত্নে ভিটামিন সি অপরিহার্য। এই ভিটামিন সি-র উৎস হল আমলকি। কাঁচা আমলকি খেলে বা আমলকির রস মাথায় মাখলে চুলের গোড়া মজবুত হয়।


বিজ্ঞাপন


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও