লড়াই বন্ধে শিগগিরই চুক্তিতে পৌঁছবেন মাস্ক-টুইটার
মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার অধিগ্রহণ নিয়ে টেসলাপ্রধান ইলোন মাস্কের সঙ্গে যে বিরোধ ও আইনি লড়াই চলছে শিগগিরই তার অবসান হতে যাচ্ছে। এর মাধ্যমে ৪ হাজার ৪০০ কোটি ডলারে প্লাটফর্মটি কিনে নেয়ার রাস্তা পরিষ্কার হবে বলে এ বিষয়ে অবগত সূত্রে জানা গেছে। খবর রয়টার্স।
অধিগ্রহণ চুক্তি নিয়ে বিরোধের জেরে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেসলাপ্রধান মাস্কের বিরুদ্ধে মামলা করেছে টুইটার। সম্প্রতি প্লাটফর্মটিকে একটি প্রস্তাব দেন ইলোন মাস্ক। মাইক্রোব্লগিংয়ের প্লাটফর্মটি যদি তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেয় তাহলে তিনি এপ্রিলের চুক্তি অনুযায়ী প্রতি শেয়ার ৫৪ দশমিক ২০ ডলার মূল্যে কিনবেন।
চলমান বিরোধ ও মামলা নিষ্পত্তির অংশ হিসেবে বিলিয়নেয়ারের জবানবন্দি বাতিলের বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে। তবে পুরোপুরি সমঝোতা হতে এখন বেশ কিছুদিন সময় লাগবে। তবে টুইটারের আইনজীবীরা এখনো কোনো চুক্তি করেননি। অন্যদিকে ডেলাওয়ার কোর্ট অব চ্যান্সেরি ক্যাথালিন ম্যাককরমিক জানিয়েছিলেন, তিনি উন্মুক্ত বিচারের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- টুইটার
- টুইটার কেনা
- ইলোন মাস্ক