বিষণ্নতার সঙ্গে লড়াই

প্রথম আলো প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২, ১২:৫৯

‘হাউস অব দ্য ড্রাগন’ মুক্তির পর নতুন করে আলোচনায় অলিভিয়া কুক। এই ব্রিটিশ অভিনেত্রী আগে ‘বেটস মোটেল’ দিয়ে আলোচনায় আসেন। পরে তাঁকে দেখা যায় বেশ কয়েকটি টিভি সিরিজে, ছিলেন স্টিভেন স্পিলবার্গের ‘রেডি প্লেয়ার ওয়ান’ সিনেমাতেও। সব মিলিয়ে অলিভিয়াকে মনে করা হচ্ছে এই সময়ের অন্যতম প্রতিশ্রুতিশীল অভিনেত্রী।


তবে অভিনয় দিয়ে হালে এত প্রশংসা পেলেও তাঁর ব্যক্তিগত জীবন কিন্তু এতটা মসৃণ ছিল না। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অলিভিয়া জানিয়েছেন তাঁর বিষণ্নতার কথা।


বলেছেন, তাঁর যখন ২২ বছর বয়স, তখন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। একাকিত্ব থেকে তৈরি হওয়া বিষণ্নতার সঙ্গে যখন লড়ছিলেন, তখন তাঁকে এক রকম বাঁচিয়ে দেয় ‘বেটস মোটেল’। আলফ্রেড হিচককের সাইকোর প্রেরণায় নির্মিত সিরিজটি কীভাবে তাঁকে বিষণ্নতা থেকে রক্ষা করেছে, নিজেই জানালেন ২৮ বছর বয়সী অভিনেত্রী, ‘এই সিরিজে কাজ পাওয়ার জন্য আমি দারুণভাবে কৃতজ্ঞ, কারণ, তখন আমি ভীষণ কঠিন সময় পার করছিলাম। প্রতি দুই সপ্তাহে একটি করে শুটিংয়ের সূচি থাকত, বাকি সময় কাটত ভ্যাঙ্কুভারে, বাড়িতে। এই সূচি আমার জন্য খুব কাজে দিয়েছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও