
‘জিল্লু’ থেকে ‘লিখন’ ঈদের সিনেমার আলোচিত ৭ পার্শ্বচরিত্র
শহীদুজ্জামান সেলিম
গত কয়েক বছর বড় পর্দায় নিয়মিত শহীদুজ্জামান সেলিম। দুর্দান্ত অভিনয় করেন তিনি। কিন্তু অনেক সময়ই তাঁর চরিত্রগুলো একই রকম হয়ে যায়। এবারের ঈদের তিন সিনেমায় ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’তে দেখা গেছে। এর মধ্যে ‘বরবাদ’ ও ‘জংলি’তে তাঁকে আইনজীবীর ভূমিকায় দেখা গেছে। ‘বরবাদ’-এর চরিত্রটিতে ছোট্ট হলেও দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন তিনি তবে ‘জংলি’তে তাঁর চরিত্রটি হঠাৎ কেন খলনায়কের ভূমিকা নেয় পরিষ্কার নয়।
‘দাগি’তে নির্মাতা শহীদুজ্জামান সেলিমকে ভালোভাবে কাজে লাগিয়েছেন। ভারতীয় চোরাকারবারির চরিত্র, হিন্দি-বাংলা মেশানো সংলাপ মিলিয়ে খলচরিত্রে তিনি বেশ মানিয়ে গেছেন। একই কথা রাশেদ মামুন অপুর ক্ষেত্রেও প্রযোজ্য। সাম্প্রতিক সময়ে অনেক সিনেমা ও সিরিজে খলচরিত্রে তাঁকে দেখা গেছে, যেগুলোর বেশির ভাগই ক্লিশে। কিন্তু এই সিনেমায় তাঁকে দারুণভাবে ব্যবহার করেছেন নির্মাতা। তাঁর ক্রূর হাসি আর চোরা চাহনি ভয় ধরিয়ে দেয়।