কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পূজা মণ্ডপে গিয়ে ‘ন্যায়-সাম্য’ প্রতিষ্ঠার অঙ্গীকার ফখরুলের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ১৮:৪৮

ক্ষমতাসীনদের ‘দানব’ আখ্যা দিয়ে সরকার হটিয়ে দেশে ‘ন্যায়-সাম্য’ প্রতিষ্ঠার অঙ্গীকার করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


মঙ্গলবার কেরাণীগঞ্জে দুর্গ পূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “আজকের এই দিনটি যখন আমরা উপদযাপন করছি, আমাদেরকে যখন একটা দানব সরকার নির্যাতন করছে সমগ্র দেশের মানুষকে, সেই সময়ে এই উৎসবের মধ্যেও আমাদেরকে অনেক দূঃখ-কষ্ট নিয়ে চলতে হচ্ছে।

“আজকে আমরা শপথ নেব- আগামী দিনে অতি দ্রুত এই অসুরকে পরাজিত করে সত্য ও ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করব।”


দুর্গা পূজার নবমীতে বিএনপি মহাসচিব কেরাণীগঞ্জে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে যান।


সেখানে পৌঁছালে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন মাস্টার, নিপুণ রায় চৌধুরী তাকে অভ্যর্থনা জানান।


এ সময় পুণ্যার্থীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আমি এসেছি আপনাদের সকলের কাছে বিএনপির পক্ষ থেকে, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানানোর জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও