মা দুর্গাকে আমিই শাড়ি পরিয়ে দিয়েছি: মন্দিরা

সমকাল প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ১৮:৩৯

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের 'কাজল রেখা' ছবিতে শরিফুল রাজের বিপরীতে অভিনয় করছিলেন মন্দিরা চক্রবর্তী। তবে পূজার আগেই তার অংশের শুটিং শেষ। তাই পূজা উদযাপনে শুটিংয়ের কোনো তাড়া ছিলো না। বেশ আনন্দ নিয়েই পূজা উদযাপন করছিলেন বলে জানালেন মন্দিরা।


মন্দিরার গ্রামের বাড়ি খুলনাতে। সেখানেই পূজা উদযাপন করছেন তিনি। মন্দিরা বলেন, খুলনার খালিশপুরে আমাদের বাড়ি। সেখানেই বেড়ে ওঠা। গত ১ অক্টোবর বাড়িতে এসেছি। আমাদের নিজস্ব মন্দির রয়েছে। নিজেদের বাড়িতে পূজা হওয়ার কারণে মা দুর্গাকে আমিই শাড়ি পরিয়ে দিয়েছি। পাশাপাশি মন্দির সাজানোর কাজটিও করেছি।


মন্দিরা শৈশবের পূজার স্মৃতি মনে করে মন্দিরা জানান,  শৈশবে পূজার দিনগুলো ছিল আনন্দের। সে সময় মা-বাবা, ভাইবোন শপিং করে দিত। এখন বড় হয়ে আমারই শপিং করে দিতে হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও