![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2022October/Man-Dies-While-Dancing-Father-Who-Rushed-Him-To-Hospital-Dies-Of-Shock-2210040621.jpg)
নাচতে গিয়ে মারা গেল ছেলে, শোকে বাবারও মৃত্যু
গারবা অনুষ্ঠানে নাচতে গিয়ে আকস্মিক মৃত্যু হয়েছে ৩৫ বছর বয়সী এক যুবকের। ছেলের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় তার শোকাহত বাবার।
সোমবার (৩ অক্টোবর) ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার ভিরার শহরে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, মৃত যুবকের বাবা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ছেলের মৃত্যুর খবরে তিনিও সেখানে মৃত্যুবরণ করেন।