করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ চলবে আরও তিন দিন

দেশ রূপান্তর প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২২, ১০:১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া করোনা টিকার বিশেষ কর্মসূচির সময় বাড়ানো হয়েছে। গতকাল সোমবার এই কর্মসূচি শেষ হওয়ার কথা থাকলেও তা চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ আরও তিন দিন করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিতে পারবে মানুষ। পাশাপাশি টিকার তৃতীয় বা বুস্টার ডোজ কার্যক্রম আগের মতোই চলবে।


গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৮ অক্টোবর পর্যন্ত করোনা টিকার এই বিশেষ কর্মসূচিতে আগের নিয়মেই টিকা পাবেন মানুষ।


স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির সংবাদ সম্মেলনে বলেন, সব মানুষকে করোনা টিকার আওতায় আনতে কর্মসূচির মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে। এই বিশেষ কর্মসূচিতে এখন পর্যন্ত সব মিলে এক কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রথম ডোজ নেননি এমন অনেকে আছেন এরমধ্যে। আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ টিকা নিতে চায়। এ জন্যই আরও কিছু মানুষকে এর আওতায় আনতে কর্মসূচি আরও তিন দিন চলবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও