You have reached your daily news limit

Please log in to continue


স্টেডিয়ায় কেনা ইউবিসফটের গেইম পিসিতে নেওয়ার উপায় আসছে

গুগল ২০২৩ সাল নাগাদ স্টেডিয়া বন্ধ করার সিদ্ধান্ত নিলেও ক্লাউড গেইমিং প্ল্যাটফর্মটিতে গ্রাহকদের কেনা বিভিন্ন ইউবিসফট গেইম ভবিষ্যতে স্থানান্তর করা যাবে পিসিতে।

খবরটি প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জকে নিশ্চিত করেছে ইউবিসফট।

“২০২৩ সালের ১৮ জানুয়ারি স্টেডিয়া বন্ধ হলেও আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ‘ইউবিসফট কানেক্ট’-এর মাধ্যমে আপনার স্টেডিয়ায় কেনা গেইম পিসিতে আনার উপায় নিয়ে এখন কাজ করছি আমরা।” --এক বিবৃতিতে বলেছেন ইউবিসফটের জ্যেষ্ঠ কর্পোরেট যোগাযোগ ব্যবস্থাপক জেসিকা রোশে।

“এ বিষয়ে আরও বিস্তারিত জানানোর পাশাপাশি ‘ইউবিসফট+’ গ্রাহকদের জন্য এর ধরন কেমন হবে সে সম্পর্কে পরবর্তীতে জানাবো আমরা।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন