আভিবাসন নীতি পর্যালোচনা করতে চাইছে যুক্তরাজ্য

কালের কণ্ঠ যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ১৬:৩৯

ব্রিটেনে স্বল্প-দক্ষ অভিবাসী কর্মী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, যাদের অনেকেই নির্ভরশীল কাউকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করছে। দেশটির অর্থনীতি বৃদ্ধিতে এসব অভিবাসীরা অবদান রাখছে না।  তাই অভিবাসন নীতি পর্যালোচনা করতে চাইছে দেশটির সরকার। ব্রিটিশ সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান শনিবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।


শনিবার দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেভারম্যান বলেছেন, 'অনেক স্বল্প দক্ষ কর্মী এ দেশে আসছে। অনেক বেশি সংখ্যক শিক্ষার্থীও এসেছে। সেই সঙ্গে আমরা সত্যিই অনেক বেশি নির্ভরশীল মানুষ পেয়েছি। যেসব মানুষ যুক্তরাজ্যে আসছে, তারা খুব একটা কাজ করছে না বা করলেও স্বল্প দক্ষতার চাকরি করছে। তারা আমাদের অর্থনীতি বৃদ্ধিতে অবদান রাখছে না। '


অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং ২৩ সেপ্টেম্বর বলেছেন, সরকার প্রবৃদ্ধি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে অভিবাসন নীতি পর্যালোচনা করতে চাইছে। অন্যদিকে ব্রেভারম্যান দাবি করেছেন, ট্রাসের সব জ্যেষ্ঠ মন্ত্রীই অভিবাসী কমানোর পক্ষে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও