আগামী নির্বাচনে এককভাবে অংশ নেবে খেলাফত আন্দোলন

কালের কণ্ঠ প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ১৭:৫০

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশগহণ করবে বাংলাদেশ খেলাফত আন্দোলন। আজ শনিবার (০১ অক্টোবর) রাজধানীর কামরাঙ্গীচরের জামিয়া নুরিয়া মাদরাসার মিলনায়তনে খেলাফত আন্দোলনের উমূমী সম্মেলনে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


এ সময় খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠালগ্ন থেকে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও খেলাফত আন্দোলন অংশগ্রহণ করবে। ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে এবং প্রার্থী বাছাইয়ের কাজও চলছে।


নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, 'একটি অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে সকল দলের অংশগ্রহণ এবং সবার জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও