পারফেক্ট মেকআপ টিপস

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ১০:২২

মেকআপ করার আগে কয়েকটা জরুরি জিনিস মাথায় রাখা দরকার। এক, আগে ভালো করে কোনো ক্লেনজিং জেল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। তারপর মুখে লাগাবেন টোনার, যাতে লোমকূপের ছিদ্রগুলো বন্ধ হয়ে অতিরিক্ত তেল বেরনো বন্ধ হয়ে যায়। তারপর ওয়াটার বেসড কোনো ময়শ্চারাইজার লাগাতে হবে। আপনার যদি ওয়েলি স্কিন হয়, তাহলেও ময়শ্চারাইজার স্কিপ করবেন না। 


মেকআপ-এর শুরুতে প্রথমে ওয়াটারপ্রুফ সিলিকন বেসড প্রাইমার সারা মুখে লাগাতে হবে। যাদের চোখের নীচে ডার্ক সার্কেল আছে সেক্ষেত্রে হালকা করে কনসিলার ব্যবহার করা যেতে পারে। এরপর নিজের স্কিনের সঙ্গে ম্যাচ করে টোন অন টোন খুব লাইট ম্যাট লিকুইড ফাউন্ডেশন অ্যাপ্লাই করে তা ভালো করে ব্লেন্ড করে দিতে হবে, যাতে মুখের স্কিনে কোথাও ডিমারকেশন না থাকে। এবারে তার ওপর পাউডার ব্রাশ বা পাফের সাহায্যে স্টুডিও ফিক্স অথবা কম্প্যাক্ট ব্যবহার করে মেকআপকে সেট করতে হবে। প্রাইমারের পর সরাসরি লিকুইড ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করে তার ওপর কম্প্যাক্ট অথবা স্টুডিও ফিক্স ব্যবহার করলেই হয়ে গেল পারফেক্ট মেকআপ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও