You have reached your daily news limit

Please log in to continue


চীনের ভিডিও গেমিং বাজারে শ্লথগতি

চীনের ভিডিও গেমিং বাজারে শ্লথগতি দেখা দিয়েছে। এতে এ খাতের কেনাকাটা বা গ্রাহক ব্যয় আগস্টে সাত মাসের সর্বনিম্নে নেমে এসেছে। মোবাইল গেমিং খাতেও বিক্রি প্রায় ৩০ শতাংশ কমেছে।

গবেষণা প্রতিষ্ঠান গামমা ডাটার সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, আগস্টে চীনের ভিডিও গেমিং বাজারে বিক্রি ২১ দশমিক ৯১ শতাংশ কমে ২ হাজার কোটি ইউয়ান বা ২৭৯ কোটি ডলারে দাঁড়িয়েছে।

অবশ্য গত মাস থেকেই বিশেষজ্ঞরা আরেকটি পতন নিয়ে শঙ্কিত আছেন। তাদের ধারণা মোবাইল গেমস বিক্রি ১৯ দশমিক ৬০ শতাংশ পর্যন্ত কমতে পারে। কঠোর নীতিমালা, ধীরগতির অর্থনীতি ও ব্যবহারকারীর সংখ্যা কমে আসা বিশ্বের বৃহত্তম ভিডিও গেমিং মার্কেটকে আঘাত করেছে। অবশ্য এ অবস্থা ২০২২ সালের প্রথম দিক থেকেই দেখা যাচ্ছিল। এ বছরে চীনা বাজার প্রায় ১ দশমিক ৮ শতাংশ কমেছে। এর আগে ২০০৮ সালেও বাজারে একই মন্দাবস্থা নেমে এসেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন