কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পরিবেশ–যুদ্ধের সেনানী

প্রথম আলো প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৫

অভিনয়ের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও কাজ করছেন ভূমি পেড়নেকর। তিন বছর হলো শুরু করেছেন ‘জলবায়ুযোদ্ধা’ নামের এক প্রচারণা। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতার বার্তা দিয়ে থাকে এই প্রচারণা। এ বিষয়ে বলিউড অভিনেত্রী বলেন, ‘অভিনয়ের মাধ্যম আমি রোজগার করি। এটা আমার পেশা। তবে মানুষ হিসেবেও আমাদের অনেক দায়িত্ব আছে। সবার আগে নিজেদের জীবনযাত্রা বদলাতে হবে। আর কোনো রাস্তা আমাদের নেই। যদি তা না করি, তাহলে যে হাওয়াতে আমরা শ্বাসপ্রশ্বাস নিই, যে পানি পান করি, যে পৃথিবীর বুকে আছি, তা আর বাঁচবে না। সত্যি কথা বলতে কি, দূষণ আর মানুষের ছড়ানো আবর্জনায় ভরে উঠবে আমাদের ভবিষ্যৎ।’


পরিবেশ সংরক্ষণে নিজের উদ্যোগের কথা তুলে ধরে ভূমি বলেন, ‘কয়েক বছর ধরে নানাভাবে সবাইকে এসব কথা বলার চেষ্টা করছি। আমরা জীবনে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে পৃথিবীর বড় পরিবর্তন আনতে পারি। সবার আগে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে। আবর্জনা ছড়ানো বন্ধ করতে হবে। পানি প্রয়োজনমতো ব্যবহার করতে হবে। বিদ্যুতের অপচয়ও বন্ধ করতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও