কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সচল হচ্ছে পি কে হালদারের কুমিরের খামারসহ ৪ প্রতিষ্ঠান

আর্থিক কেলেঙ্কারিতে আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের চারটি প্রতিষ্ঠান আবার সচল করতে চাচ্ছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল)। পিকে হালদারের কুমিরের খামার রেপটাইলস ফার্ম লিমিটেড, আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং রহমান কেমিক্যালস লিমিটেডের কাছে আইএলএফএসএলের পাওনা ২৬০ কোটি টাকা। কোম্পানিগুলোর বন্ধকি সম্পত্তির বর্তমান বিক্রয়মূল্য মাত্র ৩৬ কোটি টাকা। তাই এসব প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি না করে লাভজনক করতে সচলের উদ্যোগ নেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার পুরানা পল্টনে আইএলএফএসএলের ২৬ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এ সময় আইএলএফএসএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মশিউর রহমানসহ পর্ষদের পরিচালকেরা উপস্থিত ছিলেন। 

নজরুল ইসলাম খান বলেন, ‘যাদের কম টাকা তাদের পরিশোধ শুরু করেছি। নতুন পর্ষদ ৪ হাজার ৬৫২ জন আমানতকারীদের ১৩৯ কোটি টাকা ফেরত দিয়েছে। পর্যায়ক্রমে অন্যদেরও দেওয়া হবে। এভাবে আমানতকারীদের আস্থা ফেরাতে চাই।’ 

বিজ্ঞাপন

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন