![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-07%252F5410d666-a708-4069-a2c4-d9e142ea21d8%252Fshare_bazar_graph.webp%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
পাঁচ বছর পর জানা গেল কোম্পানিটি জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করেছে
শেয়ারবাজার থেকে টাকা তুলে নেওয়ার পাঁচ বছর পর জানা গেল কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে টাকা তুলতে নানা জালিয়াতির আশ্রয় নিয়েছে। আর জালিয়াতির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা তুলে সেই টাকাও তারা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছে। কোম্পানিটি হলো নুরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেড। ২০১৭ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
এ কারণে কোম্পানি ও উদ্যোক্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কোম্পানির উদ্যোক্তাদের পাশাপাশি আইপিওর ইস্যু ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ইস্যু ব্যবস্থাপক প্রতিষ্ঠান ও হিসাব নিরীক্ষকদের বিরুদ্ধেও মামলার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।