ফোল্ডেবলের সময় শেষ, আসছে স্লাইডিং পিসি
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৫
যৌথভাবে স্লাইডেবল পিসি আনতে যাচ্ছে স্যামসাংয়ের ডিসপ্লে শাখা ও ইন্টেল। ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে চলমান ‘ইন্টেল ইনোভেশন ২০২২’ ইভেন্টে স্লাইডেবল পিসির নমুনা প্রদর্শন করা হয়। মঙ্গলবার অভিনব প্রযুক্তির এই পিসি সম্পর্কে কিছু তথ্য দেন স্যামসাং ডিসপ্লের প্রধান জেএস চই। তিনি বলেন, পিসির জন্য এটাই বিশ্বের প্রথম স্লাইডেবল ডিসপ্লে।
এটি বড় স্ক্রিনের চাহিদা পূরণ করবে আবার সহজে সবখানে বহনও করা যাবে।
পিসিটি ট্যাব হিসেবেও ব্যবহার করা যাবে। ট্যাব হিসেবে ব্যবহারের সময় এই পিসি ১৩ ইঞ্চির ডিসপ্লেতে পরিণত হবে। আবার সাইডে ধরে টেনে বড় করলে এটির ডিসপ্লের আকার হবে ১৭ ইঞ্চি। তিনি আরো বলেন, ফ্লেক্সিবল ডিসপ্লেতে এখন থেকে স্লাইডিং প্রযুক্তিই দেখা যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ফোল্ডেবল মোবাইল
- বড় স্ক্রিন