৭ সিটের সুবিধা নিয়ে এল টেসলার ‘২০২৬ মডেল ওয়াই’
এখন টেসলার ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ২০২৬ মডেল ওয়াই এবং এতে ফিরে এসেছে বিশেষ এক সুবিধা, যেখানে রয়েছে তিন সারিতে সাত সিটের বিন্যাস। ফলে, এতে পাঁচ জনেই জায়গা ফুরিয়ে যাবে না।
এসব অতিরিক্ত সিটের জন্য গ্রাহককে বাড়তি আড়াই হাজার ডলার গুণতে হবে। তবে সুবিধাটি কেবল ‘প্রিমিয়াম অল-হুইল-ড্রাইভ লং রেঞ্জ’ মডেলের সঙ্গেই পাওয়া যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
গত বছর সম্ভাব্য ক্রেতাদের কাছে পাঠানো এক ইমেইলে প্রথম এ সুবিধার কথা বলেছিল টেসলা। ওই সময় মার্কিন ইভি নির্মাতা কোম্পানিটি বলেছিল, “সাতজন বসার ব্যবস্থা ও সবার মালামাল রাখার মতো পর্যাপ্ত জায়গা থাকবে গাড়িটিতে।”
টেসলার কনফিগারাটরে থাকা বিভিন্ন ছবি দেখে মনে হচ্ছে এসব নতুন সিট মূলত শিশুদের কথা মাথায় রেখে তৈরি করেছে কোম্পানিটি। কারণ সেখানে পা রাখার জায়গা বা ‘লেগরুম’ খুব একটা বেশি নেই।
টেসলা বলেছে, ‘সাত সিটের এই ইন্টেরিয়রে দ্বিতীয় ও তৃতীয় সারির সিটগুলো ভাঁজ করে একদম সমান করে ফেলা যায়’। তবে সেটি দ্বিতীয় সারির সিটের মতো ইলেকট্রিক্যালি ভাঁজ করা যাবে কি না তা এখনও স্পষ্ট নয়।
বর্তমানে ক্রমাগত প্রতিযোগিতার মুখে রয়েছে টেসলা, বিশেষ করে ‘ক্রসওভার/এসইউভি’ ক্যাটেগরির গাড়িতে, যার ফলে গত প্রান্তিকে বিক্রিতে আবারও পতন মুখ দেখেছে কোম্পানিটি।