সহস্র বছরের সাধনার ধন খোয়াতে বসেছি?
পৃথিবীতে খুব অবাক হওয়ার মতো একটা ঘটনা এখন ঘটছে। মানুষ নিজের অজান্তেই তার সহস্র বছরের সাধনার ধন খোয়াতে বসেছে। মানুষ যে এর আগে তা হারায়নি, তা নয়। কিন্তু সেটা সে হারিয়েছে স্বেচ্ছায়। কিন্তু একটু একটু করে অর্জিত যে যোগ্যতা দিয়ে সে পৃথিবীতে তার প্রভুত্ব কায়েম করেছে; সমাজ, সভ্যতা, রাষ্ট্র ইত্যাদি প্রতিষ্ঠা করেছে; তা যে এখন কোন রল্প্রব্দপথে কোথা দিয়ে অন্তর্হিত হয়ে যাচ্ছে- টেরই পাচ্ছে না। তাকে নিয়ে রচিত কবিতার চরণ- 'মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান' যে এখন ক্রমে ফাঁপা বুলির মতো শোনাচ্ছে, তা সে বুঝেই উঠতে পারছে না।
মানুষ হিসেবে এখন যেসব মানসিক দক্ষতা নিয়ে গর্ব করি, তা আমরা মূলত ৭০ হাজার বছর আগে যখন প্রথম কগনিটিভ বিপ্লব শুরু হয় তখন থেকে অর্জন শুরু করি এবং ১০ হাজার বছর আগেই সে অর্জন প্রায় সম্পন্ন হয়ে যায়। সেই সময়েই আমরা আমাদের প্রায় সব গুরুত্বপূর্ণ সফট স্কিল যেমন সহমর্মিতা, সহযোগিতা, আত্মনিয়ন্ত্রণ, নৈতিকতা, পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া ইত্যাদি অর্জন করে ফেলেছিলাম। তার সঙ্গে গড়ে উঠেছিল আমাদের প্রখর ইন্দ্রিয়ানুভূতি ও অখণ্ড মনঃসংযোগের ক্ষমতা। এর পর কৃষিসমাজে এসে এগুলোর কিছুটা হ্রাস-বৃদ্ধি ঘটে। শিল্পবিপ্লবের সময় থেকে এগুলো কমতে শুরু করে এবং একবিংশ শতাব্দীতে সেগুলোর অস্তিত্ব হয় বিলীন, না-হয় হুমকির মুখে।