কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাম পরিবর্তনের ইঙ্গিত আইফোনের

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ২১:২৯

আগামী বছর বাজারে আসা আইফোনের সিরিজে নামের ধারায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। ব্লুমবার্গে দেওয়া মার্ক গুরম্যানের একটি রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৫-তে ‘প্রো ম্যাক্স’ এর বদলে ‘আলট্রা’ যোগ হতে পারে। নামের এই পরিবর্তন থেকে ধারণা করা যাচ্ছে, ২০২০ সালে আইফোন ১২-এর ডিজাইনের যে ধারাবাহিকতা চলে আসছে, তাতে একটি বড় রকমের পরিবর্তন আসতে পারে।


গুরম্যানের ধারণা অনুযায়ী, আগামীর সেই আইফোনে থাকবে ইউএসবি টাইপ-সি সহ বড় রকমের পরিবর্তন। এনগেজেট জানায়, আইফোনের ধারাবাহিকতায় বিগত কয়েক বছর হলো ব্র্যান্ডিংয়ের একটি ধারাবাহিকতা দেখা যাচ্ছে। আগের আইফোনে দেখা যেতো- প্রতি দুই বছরে একটা করে পরিবর্তন আসছে। এখানে সাশ্রয়ী মডেলকে ‘এস’ হিসেবে অভিহিত করা হয়। ২০১৯ সালে মডেলের নামকরণে যোগ করা হয় আভিজাত্যের ছোঁয়া। সে বছর প্রতিষ্ঠানটি ‘প্রো’ এবং ‘প্রো ম্যাক্স’ চালু করে। সিরিজ দুটি ব্যবহার করা হয় সবচেয়ে উঁচুমানের মডেলে। এর পরে যোগ করা হয় প্লাস ব্র্যান্ডিংয়ের। তবে এই প্লাস ২০১৭ সাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও