![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252F219ada04-1ec2-437b-8b0b-ce3b74c85b0a%252Fprothomalo_bangla_2020_09_37f445be_1c16_43cf_90a4_10af7efb9d9d_frame_1600X1067.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের জন্য নীতিমালা করছে ইউজিসি
প্রথম আলো
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৫
দেশে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের পর শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে একটি নীতিমালা করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
এ জন্য ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীরকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে শিগগির এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটি আজ সোমবার প্রথম সভা করেছে ভার্চ্যুয়ালি। কমিটির অন্য সদস্যরা হলেন—বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য সঞ্জয় কুমার অধিকারী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য মাহবুবা নাসরীন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন আফরোজা পারভীন ও ইউজিসির উপপরিচালক মৌলি আজাদ (সদস্যসচিব)।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ৩ সপ্তাহ আগে
ডেইলি স্টার
| জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)
১ বছর আগে