কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিদেশে চাকরি দেওয়ার নামে মানব পাচার চক্রের হোতাসহ গ্রেপ্তার ৪

সমকাল প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৫

মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরি দেওয়ার নামে লোকজনকে আকৃষ্ট করে মানব পাচার চক্রের সদস্যরা। বিদেশে পাঠানোর খরচ হিসেবে তারা ৪-৮ লাখ টাকা নেয়। শেষে ভ্রমণ ভিসায় বিদেশে নেওয়ার পর বেরিয়ে আসে তাদের ভিন্ন রূপ। চাকরিপ্রত্যাশীদের গোপন স্থানে আটকে রেখে পাসপোর্ট ও সঙ্গে থাকা অর্থ কেড়ে নেওয়া হয়। শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন।একপর্যায়ে প্রতারিত ব্যক্তিরা দেশে আসার জন্য আবারও ৫-৬০ হাজার টাকা দিয়ে চক্রের কাছ থেকে পাসপোর্ট ফেরত নেন।


এমন প্রতারণায় জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। তারা হলেন- চক্রের অন্যতম হোতা তোফায়েল আহমেদ, তার সহযোগী আক্তার হোসেন, আনিছুর রহমান ও মো. রাসেল। আজ সোমবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম ও রাজধানীর গুলশান এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬টি পাসপোর্ট, ৩টি চেক বই, ৪টি স্ট্যাম্প, ৫টি মোবাইল ফোন, ৪টি বিএমইটি কার্ড উদ্ধার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও