যারা করবেন তদারকি, তারাই নিলেন ‘উপহার’

ডেইলি স্টার প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৫

বঙ্গবন্ধু হাইটেক সিটিতে উৎপাদিত হ্যান্ডসেট উপহার হিসেবে গ্রহণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা।


কমিটির সদস্যরা আজ রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে দেওয়া নোকিয়া ব্র্যান্ডের 'উন্নতমানের' এই হ্যান্ডসেটগুলো গ্রহণ করেন।


সংসদীয় কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, আগের বৈঠকে কমিটির সদস্য নুরুল আমিন বলেছিলেন যে মন্ত্রণালয়ের আওতায় মোবাইল ও ল্যাপটপ তৈরি করা হয়। তিনি এগুলোর ‍গুণগতমান সম্পর্কে জানতে চান। পরে ওই বৈঠকে কমিটির সদস্যদের মোবাইল হ্যান্ডসেট দেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়। 


তখন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছিলেন, 'মো. নুরুল আমিন টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) উৎপাদিত ল্যাপটপ ও স্মার্টফোন ন্যায্যমূল্যে কিনতে চান। হাইটেক পার্কে নকিয়া সেট উৎপাদিত হচ্ছে। ১৪ হাজার টাকা মূল্যের সেটটি খুবই ভালো ও সুন্দর।'


বঙ্গবন্ধু হাইটেক সিটিতে উৎপাদিত নকিয়া সেটটি কিনে উপহার হিসেবে কমিটির সব সদস্যকে দেওয়া হবে এবং তারা তা গ্রহণ করলে তিনি বাধিত হবেন বলে উল্লেখ করেছিলেন প্রতিমন্ত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও