কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইরানে ইন্টারনেট সেবা দিতে ইচ্ছুক ইলন মাস্ক

www.ajkerpatrika.com ইরান প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৪

ইরানে ইন্টারনেটের স্বাধীনতা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংককে সক্রিয় করার ইচ্ছা প্রকাশ করেছেন স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের এক টুইটার পোস্টের জবাবে মাস্ক এ ইচ্ছা ব্যক্ত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


গত ২০ সেপ্টেম্বর ইরানে নৈতিক পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভের ঘটনায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে ইরান সরকার। এর পরিপ্রেক্ষিতে দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ ইরানের নাগরিকদের জন্য ইন্টারনেট পরিষেবা সম্প্রসারণের নির্দেশ জারি করেছে বলে জানা গেছে।


রাজস্ব বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘স্টারলিংক সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে, তারা বাণিজ্যিক গ্রেডের পরিষেবা সরবরাহ করবে এবং এটির হার্ডওয়্যার সাধারণ লাইসেন্সের অন্তর্ভুক্ত নয়। এ জন্য ট্রেজারি বিভাগের কাছ থেকে লিখিত অনুমতির প্রয়োজন নেই।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও