সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ফারুকী
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:১০
শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৩তম আসরে সম্মাননা পুরস্কার দেওয়া হল ঢাকাই নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। সিনেমায় বিশেষ অবদানের জন্য তাকে সাউথ এশিয়ান ফিল্ম পুরস্কারটি দেওয়া হয়। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকী নিজেই জানিয়েছেন।
ফারুকী লিখেছেন, শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালকে ধন্যবাদ আমাকে এবছরের সাউথ এশিয়ান ফিল্ম পুরস্কার দেয়ার জন্য। জেনে ভালো লাগছে যে অতীতে এই পুরস্কার আমার পছন্দের মানুষরা অর্জন করেছিলেন। সম্মানিত বোধ করছি। মনে হয় আমার যাত্রা কেবল শুরু হয়েছে এবং আরও অনেক দূর যেতে হবে।