শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে ফিরলেন রনি
কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। শনিবার তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে তাকে কেবিনে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
তিনি সাংবাদিকদের বলেন, রনির অবস্থার আগের চেয়ে বেশ উন্নতি হচ্ছে।
তিনি কথা বলছেন, গলার স্বরও ঠিক হয়ে আসছে। স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া করতে পারছেন।