৪ বছরে প্রতিরক্ষা খাতে ৩৪ লাখ কোটি রুবল খরচ করবে রাশিয়া
রাশিয়ার সরকার দেশটির প্রতিরক্ষা, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা খাতে ৩৪ লাখ কোটি রুবল (৬০ হাজার কোটি ডলার) খরচের পরিকল্পনা করছে। রাশিয়ার সর্বশেষ ব্যয়পরিকল্পনা অনুযায়ী ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত এসব অর্থ ব্যয় করা হবে। রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের এ হিসাব–নিকাশের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
নতুন ব্যয়পরিকল্পনা অনুযায়ী, রাশিয়া এ সময়ে জাতীয় প্রতিরক্ষা খাতে ১৮ লাখ ৫০ হাজার কোটি রুবল ব্যয় করবে। এর মধ্যে চলতি বছর খরচ করা হবে ৪ লাখ ৭০ হাজার কোটি রুবল।