You have reached your daily news limit

Please log in to continue


টানা ৩৪ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা, বিশ্বরেকর্ড আর কতদূর?

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। ভোরে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে মেসিবাহিনী। এই জয়ের ফলে টানা ৩৪ ম্যাচে অপরাজিত রইলো আলবিসেলেস্তেরা। হার্ডরক স্টেডিয়ামে ম্যাচের ১৬তম মিনিটে লাওতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন মেসি। দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৬৯তম নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা। ১৯৯১-৯৩ সালে আলফিও বাসিলের অধীনে টানা ৩৩টি ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা দল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন