কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিদায়ী ম্যাচে ফেদেরারের সঙ্গী নাদাল

প্রথম আলো প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৩

প্রদর্শনীতে ছবি দেখতে দেখতে বিমূর্ত কোনো পেইন্টিংয়ের সামনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে যাওয়া কিংবা ধ্রুপদি কোনো চলচ্চিত্রের বিশেষ কোনো দৃশ্য বারবার টেনে টেনে দেখা, টেনিসে এমন অপার্থিব আনন্দ মানেই রজার ফেদেরার। পেইন্টিং, কবিতা কিংবা চলচ্চিত্রের রস আস্বাদনের মতোই আনন্দ-উপহার নিয়ে ২৪ বছর ধরে টেনিস কোর্টকে আচ্ছন্ন করে রেখেছিলেন ফেদেরার। ‘কিং রজার’ যেন টেনিস কোর্টের মহৎ কোনো কবিতা, কালজয়ী কোনো পেইন্টিং।


টি এস এলিয়টের দ্য ওয়েস্ট ল্যান্ড কিংবা ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’–এর মতো সৃষ্টিকর্মের সঙ্গেই কেবল তুলনা হতে পারে ফেদেরারের খেলার। তাঁর প্রতিটি শট যেন একেকটি তুলির আঁচড়। তবে দীর্ঘ দুই যুগ ধরে চলা মহাকাব্যিক এ প্রদর্শনী আজ শেষ হতে যাচ্ছে। আসলেই কি শেষ হচ্ছে? এত বছর পরও ফিওদর দস্তয়েভস্কির অমর সৃষ্টি অপরাধ ও শাস্তি কিংবা তলস্তয়ের যুদ্ধ ও শান্তির কাছে আমরা বারবার ফিরে আসি, তেমনই টেনিসে সৃষ্টিশীলতার অপার আনন্দটুকু পেতে হলে আমাদের বারবার ফিরতে হবে ফেদেরারের কাছে। ভবিষ্যতে টেনিসে কেউ তারকা হওয়ার স্বপ্ন দেখলে তাঁকেও হাত পাততে হবে ফেদেরারের কাছেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও