সংঘবদ্ধ ডাকাত দল: লক্ষ্য ছিল স্বর্ণ ও হুন্ডি ব্যবসায়ী
রাজধানীর তাঁতীবাজার থেকে ৩ সেপ্টেম্বর ভাড়া করা একটি মোটরসাইকেলে করে নিউমার্কেটে যাচ্ছিলেন স্বর্ণালংকার ব্যবসায়ী মহিউদ্দিন খান। পথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে তাঁর কাছ থেকে ২০ লাখ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় একদল ডাকাত। পরে ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে ফেলে দিয়ে চলে যায় ডাকাত দল।
ওই ঘটনার পরদিন ৪ সেপ্টেম্বর ব্যবসায়ী মহিউদ্দিন শাহবাগ থানায় মামলা করেন। গত বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে সাবেক পুলিশ সদস্য গোলাম মোস্তফা ওরফে শাহীনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়।