You have reached your daily news limit

Please log in to continue


ছাদবাগান বাড়ছে, মিলছে ১২ মাস ফলমূল-শাকসবজি

রাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় শহর থেকে শুরু করে উপজেলা শহরেও ক্রমেই বাড়ছে ছাদবাগান। ফলে শহরাঞ্চলের প্রায় সর্বত্রই ছোট-বড় ভবনগুলোর চূড়ায় সবুজের সমারোহ চোখে পড়ছে। পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে এই ছাদবাগান। সঙ্গে ১২ মাস মিলছে পুষ্টিগুণসমৃদ্ধ বিভিন্ন প্রজাতির তরতাজা ফলমূল ও শাকসবজি।

তবে অপরিকল্পিতভাবে ছাদবাগান গড়ে ওঠায় এর রয়েছে কিছু ঝুঁকিও। মশার বিস্তার, মশাবাহিত ডেঙ্গু, চিনকগুনিয়ার বিস্তার, দুর্গন্ধ ছড়ানোসহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। ছাদ থেকে কিছু খসে পড়লে পথচারীর জন্য জীবনের ঝুঁকিও হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন