নাশতার টেবিলে ওটসের ভিন্ন স্বাদ

প্রথম আলো প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ২১:২১

সকালটা শুরু হয় তাড়াহুড়া করে। তাই নাশতায় প্রয়োজন চটজলদি বানানো যায় এমন পদ। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম


ওটসের সঙ্গে এটা-সেটা
উপকরণ: ওটস ১ কাপ, পানি ১ কাপ, মধু ১ টেবিল চামচ, দুধ ৩ কাপ, কিশমিশ, বাদাম ৩ টেবিল চামচ, কলা, আপেল, আঙুর (কিংবা পছন্দমতো ফল) আধা কাপ।


প্রণালি: ১ কাপ পানি ফুটে উঠলে ওটস দিয়ে নাড়ুন। সেদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। পাত্রে ঢেলে মধু মিশিয়ে নিন। ৩ কাপ দুধ জ্বাল দিয়ে ঘন করে ১ কাপ করে নিন। বিভিন্ন রকম ফল ছোট টুকরা করে কাটুন। কিশমিশ পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। কাঠবাদাম, কাজুবাদামকুচি করে নিন। এবার সব উপকরণ সেদ্ধ ওটসের সঙ্গে পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও