কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বঙ্গোপসাগরে আবার লঘুচাপ, বন্দরে ৩ নাম্বার সতর্ক সংকেত

যুগান্তর আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৮

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।



পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে। আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে। জেলার কোথাও কোথাও থেমে থেমে গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়োহাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস।


পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মাহবুবা সুখী জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বাতাসের বেগ ও বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানান তিনি।


এছাড়া জেলার উপকূলীয় এলাকার সব মাছধরার ট্রলারগুলোকে নিরাপদে থাকতে বলা হয়েছে। 


এদিকে সোমবার বিকাল থেকেই মাছ ধরা থেকে ফিরে ও লঘুচাপের কারণে শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে আগের চেয়ে সর্বোচ্চ সংখ্যক ট্রলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও