কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন ৫৫ বছরের বেলায়েত শেখ

প্রথম আলো প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ২০:২৮

৫৫ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আলোচনায় আসা বেলায়েত শেখ অবশেষে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে পরীক্ষা দেন তিনি।


আজ সোমবার সকাল সাড়ে ৯টায় এ পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১০টা ১০ মিনিটে। দুপুরে ফল প্রকাশ করা হয়।


জানতে চাইলে বেলায়েত শেখ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর ইচ্ছা ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। চেষ্টাও করেছেন, কিন্তু হয়নি। সাংবাদিকতা বিষয়ে পড়তে চান বলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন। এখানে তাঁর ভর্তির সুযোগ মিলেছে। এখনে ভর্তি হতে চান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে তাঁর পড়াশোনার খরচেরবিষয়টি বিবেচনা করে, এ জন্য আবেদন করবেন।


বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় বেলায়েত শেখ ৬০ নম্বরের মধ্যে পেয়েছেন ৩২ নম্বর। আর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল বিবেচনায় ১০০ নম্বরের মধ্যে ৬৮ নম্বর পেয়েছেন।


জানতে চাইলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. শাতিল সিরাজ প্রথম আলোকে বলেন, বেলায়েত শেখ এখানে ভর্তি পরীক্ষায় পাস করেছেন। আর্থিক বিষয়টি বিবেচনার জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্ত দেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও