উত্তরার ফুটপাতের একটি দোকানের চিতই পিঠা পছন্দ করতেন সালমান
ঢাকাই ছবির অমর নায়ক সালমান শাহ। আজ তার জন্মদিন। বেঁচে থাকলে তাঁর বয়স হতো ৫৩ বছর। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। আর মৃত্যুবরণ করেন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর।
সালমান শাহকে নিয়ে এখনো কৌতুহল কম নয় দর্শকদের। এখনও তার স্টাইল অনুসরণ করেন ভক্তরা। দেশের শোবিজের নায়কদেরও আদর্শ তিনি।
সালমান শাহর উত্তরার ফুটপাতের একটি দোকানের চিতই পিঠা খুব পছন্দ ছিল । একজন বয়স্ক নারী বানাতেন পিঠা। সালমান ও ডন মিলে প্রায়ই যেতেন সেখানে। সালমান ‘নানি’ সম্বোধন করতেন ওই নারীকে। দেখা যেত এক বসায় একেকজন ৯–১০টি পিঠা খেয়ে ফেলেছেন। বিল দিতেন ইচ্ছেমতো, দামের চেয়ে অনেক বেশি। দেখা যেত ৮টি পিঠা খেয়ে ৫০০ টাকা দিয়ে দিতেন। সে সময়ের হিসাবে টাকার পরিমাণ কম ছিল না। কথাগুলো এক সাক্ষাৎকারে জানান তার কাছের বন্ধু খল অভিনেতা ডন।
- ট্যাগ:
- বিনোদন
- জন্মদিন
- স্মরণ
- চিতই পিঠা
- সালমান শাহ