You have reached your daily news limit

Please log in to continue


জ্যাকলিন ফার্নান্দেজকে ফের তলব করল দিল্লি পুলিশ

২০০ কোটি টাকার অর্থ আত্মসাৎ মামলায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে ফের তলব করেছে দিল্লি পুলিশ।  আজ (১৯ সেপ্টেম্বর) তাকে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার সামনে হাজির করা হবে।  এর আগেও জ্যাকলিনকে আট ঘন্টা ধরে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইওডব্লিউ।

জ্যাকলিনের পর অভিনেত্রী নোরা ফাতেহিকেও তলব করেছিল পুলিশ। তাকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। 

এছাড়াও, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তৃক দাখিল করা চার্জশিটে জ্যাকলিনকে আসামি হিসেবে নামকরণ করা হয়েছে। জানা গেছে, অভিনেত্রী সুকেশের অপরাধ সম্পর্কে জানার পরেও তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। অন্যদিকে, অভিনেত্রী পিএমএলএ’র আপিল কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করেছিলেন যেখানে তিনি বলেছিলেন, “দুর্ভাগ্যবশত ইডি’র পদ্ধতিটি অত্যন্ত যান্ত্রিক এবং অনুপ্রাণিত বলে মনে হচ্ছে। আবেদনে আরও বলা হয়েছে যে অন্যান্য সেলিব্রিটিরা যারা সুকেশের কাছ থেকে উপহার পেয়েছিলেন, তাদের রেখে শুধু তাকেই স্বাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি স্পষ্টতই তদন্ত কর্তৃপক্ষের একটি খারাপ, উদ্দেশ্যপ্রণোদিত এবং পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি। ”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন