রনির চিকিৎসায় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শ্বাসনালি পুড়ে গেছে। তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার চিকিৎসায় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বোর্ডের সভা বসার কথা রয়েছে।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন স্বাক্ষরিত এক স্মারক থেকে এই তথ্য জানা যায়। বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালামকে বোর্ডের প্রধান করা হয়েছে। বোর্ডে মোট ১৩ জন সদস্য রয়েছেন।
গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোণের ঘটনা ঘটে। এতে রনিসহ পাঁচজন দগ্ধ ও আহত হন। দ্রুত রনি ও পুলিশ সদস্য জিল্লুরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে রনির অবস্থা বেশি খারাপ বলে চিকিৎসকরা জানিয়েছিল। তার শ্বাসনালীর ২৫ শতাংশ পুড়ে গেছে।