কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি যৌক্তিক: বাণিজ্যমন্ত্রী

www.tbsnews.net প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৬

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি যৌক্তিক। 


তিনি বলেন, "রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়েছে, বাংলাদেশেও বেড়েছে। শ্রমিকদের কষ্ট হচ্ছে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক।" 


তবে মজুরি কমিশন গঠন করে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পণ্যের মূল্য, উৎপাদন ব্যয় প্রভৃতি সার্বিক দিকগুলো নিয়ে একটি গবেষণা হওয়া প্রয়োজন। যৌক্তিক মজুরি যা, সেটাই হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। 



আজ (১৬ সেপ্টেম্বর) ঢাকায় প্রেসক্লাবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।


বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে তেল, ডাল, চিনিসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে বিক্রয় করা হচ্ছে। এর সাথে চালও যুক্ত হবার প্রক্রিয়া চলছে।


এ তালিকায় তৈরি পোশাক খাতের একটি স্তর পর্যন্ত অন্তর্ভুক্ত করার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে বলে জানান মন্ত্রী।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও