
পুঁজিবাজারের সমস্যা-সমাধানের অ্যাকশন প্ল্যান দাখিলের নির্দেশ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৫১
দেশের পুঁজিবাজার নানাবিধ সমস্যায় জর্জরিত। দীর্ঘদিন ধরে টেনে নিয়ে বেড়ানো এসব সমস্যা এখন পুঁজিবাজারের বোঝা হয়ে দাঁড়িয়েছে। যার ফলে ঘুরে দাঁড়াতে পারছে না বাজার। তাই পুঁজিবাজারের সব সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
সভায় অংশীজনরা তাদের সমস্যাগুলো তুলে ধরেছেন। সমস্যা চিহ্নিত করে এবং তা সমাধানের বিষয়গুলো একটি অ্যাকশন প্ল্যান (কর্ম পরিকল্পনা) তৈরি করে আগামী ১৫ মে’র মধ্যে পুঁজিবাজার উন্নয়ন কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- পুঁজিবাজার